বার্বাডোজে বেড়াচ্ছেন সঞ্জয় কন্যা ত্রিশলা, সেখানকার কিছু ছবি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 29 May 2018 09:24 AM (IST)
1
2
3
মায়ের মৃত্যু হয়েছে। বাবা একাধিক বিয়ে করেছেন। দাদু দিদিমার সঙ্গে থাকেন ত্রিশলা।
4
5
6
7
সাধারণত বলি তারকাদের ছেলেমেয়েরা লেখাপড়া শেষ করার আগেই সিনেমায় নেমে পড়েন। ত্রিশলা অবশ্যই ব্যতিক্রম।
8
পাশ করার আনন্দে কেক কাটেন। জানিয়েছেন, লেখাপড়া চালিয়ে যেতে চান তিনি।
9
কিছুদিন আগে মাস্টার্স করেছেন ত্রিশলা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সেই ছবি।
10
11
ছবিতে পরিষ্কার, একা একাই দিব্যি এনজয় করছেন তিনি।
12
ত্রিশলা এখন ছুটি কাটাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজে।
13
বিদেশে থাকেন সঞ্জয় দত্তের মেয়ে ত্রিশলা দত্ত। নিয়মিত সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি পোস্ট করেন তিনি।