৫৮-য় পড়লেন সঞ্জয় দত্ত, দেখুন তাঁর জীবন, কেরিয়ার ও জেল জীবনের কিছু মুহূর্ত
দেখুন মান্যতা ও তাঁদের ছেলেমেয়ের ছবি।
২০০৮-এ সঞ্জয় বিয়ে করেন মান্যতা। তাঁদের ২ সন্তান রয়েছে। এই বিয়েই সঞ্জয়ের জীবনের সব থেকে সফল সম্পর্ক বলে মন্তব্য করেছেন তিনি।
সঞ্জয়ের প্রথম সন্তান ত্রিশলা।
সঞ্জয়ের প্রথম স্ত্রী রিচা শর্মা মারা যান ১৯৯৬-এ ব্রেন ক্যানসারে। সেই বিয়ের সন্তান ত্রিশলা। তারপর তাঁর বিয়ে হয় রিয়া পিল্লাইয়ের সঙ্গে। ৬-৭ বছর পর ডিভোর্স।
সঞ্জয়ের জীবন উত্থান পতনে ভরা। ১৯৯৩-এ মুম্বই বিস্ফোরণে জড়িত থাকার কারণে তাঁর ৫ বছর জেল হয়।
মুন্নাভাইয়ের জন্য বলিউডে অমর হয়ে থাকবেন সঞ্জয়। তবে তাঁর অভিনয় ক্ষমতার প্রথম প্রমাণ দেয় আন্ডারওয়ার্ল্ডের ওপর ছবি বাস্তব।
এটি আর একটি পোস্টার।
দেখুন তাঁর আগামী ছবি ভূমির পোস্টার।
১২০-র বেশি হিন্দি ছবিতে কাজ করেছেন সঞ্জয়।
আজ ৫৮-য় পা দিলেন সঞ্জয় দত্ত। ইনস্টাগ্রামে এই ছবি পোস্ট করে তাঁকে অভিনন্দন জানিয়েছেন তৃতীয় স্ত্রী মান্যতা। তিনি বলেছেন, প্রিয়তম, তুমি সঙ্গে থাকলে সব সমস্যা মিটে যায়।