সৎ মেয়ের ত্রিশলার সঙ্গে ছবি তুললেন সঞ্জয় পত্নী মান্যতা!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 Feb 2017 01:34 PM (IST)
1
ত্রিশলা থাকেন নিউ ইয়র্কে। সেখানেই গিয়েছিলেন সঞ্জয় পত্নী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
কিন্তু দেখা যাচ্ছে, সময় সত্যিই ভুলিয়ে দেয় সব কিছু!
3
কিছুদিন আগে নবম বিবাহবার্ষিকী পালন করলেন সঞ্জয়-মান্যতা। আমেরিকায় গিয়ে ত্রিশলার সঙ্গে দেখাও করেন তাঁরা।
4
শোনা যাচ্ছিল, সঞ্জয়ের মান্যতার সঙ্গে বিয়ে ত্রিশলা ভাল চোখে দেখেননি। সঞ্জয় যখন জেলে ছিলেন দেশে আসেনওনি তিনি।
5
ত্রিশলাও ছবি পোস্ট করেছেন সৎ মা মান্যতার সঙ্গে। লিখেছেন, বাবাকে মিস করছেন।
6
নিউ ইয়র্কে মান্যতা।
7
সঞ্জয় দত্তর স্ত্রী মান্যতা ও তাঁর প্রথম বিয়ের সন্তান ত্রিশলার মধ্যে সম্পর্ক নাকি মোটেই উষ্ণ নয়। বলি টাউনে এই গসিপ নতুন কিছু নয়। কিন্তু সব গালগল্প ধামাচাপা দিতে ইনস্টাগ্রামে তাঁর ও ত্রিশলার বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন মান্যতা।
photos (photos) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -