ভারতীয় সাজে বিয়েবাড়িতে শ্রীদেবীর মেয়ে জাহ্নবী ও খুশি, সঙ্গে সেফ কন্যা সারা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 31 Jan 2017 12:31 PM (IST)
1
2
3
4
(সব ছবি: ইনস্টাগ্রাম)
5
রণবীর সিংহের সঙ্গে সারা।
6
মণীশ মালহোত্রার সঙ্গে জাহ্নবী, খুশি ও সারা।
7
শ্রীদেবীর সঙ্গে সারা।
8
সঙ্গীত অনুষ্ঠানেও সারা পরেছে সন্দীপ খোসলার লেহঙ্গা।
9
জাহ্নবী, সঙ্গে বোন খুশি।
10
জাহ্নবী পরেছে মণীশ মালহোত্রার ডিজাইন করা লেহঙ্গা।
11
ছবিটি ইনস্টাগ্রামে দিয়েছেন ডিজাইনার সন্দীপ খোসলা।
12
সারার পরনে লাল নীল রঙের আবু জানি-সন্দীপ খোসলা লেহঙ্গা।
13
জাহ্নবী সারার থেকে বছরচারেকের ছোট। কিন্তু বিয়েবাড়ির লেহঙ্গায় গ্ল্যামারের ঝলকানিতে সে বিন্দুমাত্র পিছিয়ে নেই।
14
শ্রীদেবী ও বনি কপূর এখন তাঁদের দুই কন্যাকে নিয়ে হায়দরাবাদের বিয়েবাড়িতে ব্যস্ত। সেফ আলি খানের মেয়ে সারাও সেখানে হাজির।