টিম কেদারনাথের সঙ্গে ডিনার করতে বেরিয়েছেন সারা আলি খান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 Aug 2017 11:43 AM (IST)
1
দেখুন সারার কিছু ছবি।
2
সব ছবি: মানব মঙ্গলানি
3
আগামী বছর জুনে মুক্তি পাবে কেদারনাথ।
4
পরিচালক অভিষেক কপূর ও প্রযোজক প্রেরণা অরোরা।
5
সারা ও সুশান্তের সঙ্গে ছিলেন পরিচালক অভিষেক কপূর এবং ক্রিআর্য এন্টারটেনমেন্টের দুই কর্তা প্রেরণা অরোরা ও অর্জুন এন কপূর।
6
7
8
9
10
11
সেফ আলি খানের মেয়ে সারা কেদারনাথ ছবির মাধ্যমে বলিউডে পা রাখতে চলেছেন। তাঁর বিপরীতে রয়েছেন সুশান্ত সিংহ রাজপুত। পরিচালনায় নবাগত অভিষেক কপূর। মুম্বইয়ের এক রেস্তোঁরায় নৈশভোজে গিয়েছিল টিম কেদারনাথ।