বলিউডে পা রাখতে চলেছেন এই নবাগতা অভিনেত্রী, চলছে তারই কঠিন প্রস্তুতি, দেখুন ছবিতে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Jun 2017 09:21 AM (IST)
1
2
3
4
5
দুদিন আগেই সারাকে তাঁর বলিউডের অপর বান্ধবী শ্রীদেবী কন্যা জাহ্নবীর সঙ্গে সাঁলো থেকে বেরোতে দেখা গিয়েছিল
6
সেফ আলি খান এবং তাঁর প্রাক্তন স্ত্রী অম-তা সিংহের কন্যা সারা। মায়ের সেই কিলার লুক পেয়েছেন মেয়েও
7
দিন কয়েকের মধ্যেই শ্যুটিং শুরু হতে চলেছে সারার ছবির। অভিষেক কপূরের ছবি, সারার বিপরীতে রয়েছেন সুশান্ত সিংহ রাজপুত
8
জিম থেকে বন্ধু, ভিজে এবং অভিনেত্রী রিহা চক্রবর্তীর সঙ্গে বাইরে বেরোতে দেখা গেল সেফ কন্যা সারা আলি খানকে।
9
অল্প কয়েকদিনের মধ্যেই বলিউডে পা রাখতে চলেছেন এই তারকা সন্তান। এখন জোরকদমে চলছে তারই প্রস্তুতি