মুক্তি পেয়েছে প্রথম ছবি, মায়ের সঙ্গে মন্দিরে পুজো দিতে গেলেন সারা আলি খান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 09 Dec 2018 11:00 AM (IST)
1
2
3
4
5
6
পুজোর পর বাইরে গরিবদের মধ্যে খাবার বিলি করেন সারা।
7
সারার সঙ্গে ছিলেন তাঁর মা অমৃতা। তবে আলোকচিত্রীদের দেখে ওড়নায় মুখ ঢেকে ফেলেন তিনি।
8
9
তবে প্রথম ছবির ভাল ব্যবসার ক্ষেত্রে সারা রয়েছেন তিনে। এক নম্বরে রয়েছেন জাহ্নবী কপূর, তাঁর ছবি ধড়ক প্রথম দিন ব্যবসা করে ৮.৫০ কোটি টাকা।
10
প্রথমদিন ভালই ব্যবসা করেছে সারা ও সুশান্ত সিংহ রাজপুতের কেদারনাথ। রোজগার করেছে ৭.২৫ কোটি টাকা।
11
শুক্রবারই মুক্তি পেয়েছে তাঁর প্রথম ছবি কেদারনাথ। ছবির সাফল্য চেয়ে মা অমৃতা সিংহের সঙ্গে মুম্বইয়ের মুক্তেশ্বর মন্দিরে পুজো দিতে গেলেন সারা আলি খান।