#শাড়িটুইটার- নয়া ট্রেন্ড, শাড়ি পরে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করছেন সেলেবরা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 18 Jul 2019 12:04 PM (IST)
1
অভিনয় থেকে রাজনীতিতে আসা নাগমা।
2
প্রিয়া মালিক।
3
রিচা চাঢা।
4
আম আদমি পার্টি নেত্রী ও অভিনেত্রী গুল পানাগ।
5
দিব্যা দত্ত।
6
সাংবাদিক বরখা দত্ত শাড়িতে।
7
ছবি পোস্ট করেছেন ইয়ামি গৌতমও।
8
প্রিয়ঙ্কা ভঢরা পোস্ট করেছেন তাঁর ২২ বছর আগের ছবি। জানিয়েছেন, এটি তাঁর বিয়ের দিনের ছবি।
9
কদিন ধরেই টুইটারে ট্রেন্ড চলছে #শাড়িটুইটার। মেয়েরা শাড়ি পরে নিত্যনতুন পোজে নিজেদের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন। পিছিয়ে নেই তারকারাও। অভিনেত্রী থেকে রাজনীতিক- সবাই নেমে পড়ছেন এই ট্রেন্ডে গা ভাসাতে।