মহিলা মডেল নিষেধ, ড্রোন উড়িয়ে দেখানো হল পোশাকআশাক, গোটা বিশ্বে আলোচিত সৌদির এই ফ্যাশন শো
শো-য় যোগ দেওয়া ডিজাইনাররাও পরিস্থিতি দেখে স্তম্ভিত হয়ে যান। স্পষ্ট বোঝা যাচ্ছিল তাঁদের আপত্তি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদেখুন, ব্যাগও কেমন উড়ে উড়ে যাচ্ছে।
সমালোচকরা জানিয়ে দিয়েছেন, এই শো-তে দেখানো পোশাকও তাঁরা কিনবেন না।
গোটা বিশ্বে এই ফ্যাশন শো নিয়ে চলছে তুমুল হাসিঠাট্টা।
যদিও দেখে মনে হচ্ছিল, ভূতে পেয়েছে পুরো শো-কে। জামাকাপড় উড়ে উড়ে আসছে, ভেতরে কোনও মানুষ নেই।
সৌদিতে অল্পদিন আগে এক ফ্যাশন শো হয়েছে। দেখানো হয়েছে মেয়েদের পোশাকআশাক, ব্যাগ ইত্যাদি। কিন্তু মেয়েদের তো হাঁটতে দেওয়া হবে না, তাহলে সে সব পরে দেখাবে কে। সমাধান বার করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মডেলদের জায়গায় ড্রোন উড়িয়ে পোশাক দেখিয়েছে তারা।
সৌদি আরবে মহিলাদের চালচলনে প্রতি পদে বিধিনিষেধ। অল্পদিন আগে গাড়ি চালানোর অধিকার পেয়েছেন তাঁরা। কিন্তু ক্যাটওয়াক? সে বহু দূরের দুনিয়া।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -