সমকামী যৌনতা অপরাধ নয়, শীর্ষ আদালতের রায় স্বাগত জানালেন বলিউড তারকারা
একই কথা বলেছেন ফারহান আখতার, নিমরত কাউর, কল্কি কোয়েচলিন ও শ্রুতি শেঠ।
ওয়েল ডান ইন্ডিয়া: অভিষেক বচ্চন।
দেশের মানচিত্র রামধনু রঙে রাঙিয়ে এই রায়কে স্বাগত জানিয়েছেন স্বরা ভাস্কর।
গৌরবের সঙ্গে মাথা উঁচু রাখুন, বলেছেন জন আব্রাহাম।
প্রত্যেকের সমান অধিকার, সমান ভালবাসার অধিকার, বলেছেন দিয়া মির্জা।
আয়ুষ্মান খুরানা বলেছেন, এই নতুন সূর্যোদয় উন্নত ভারতের অভিজ্ঞান।
দেখুন নেহা ধুপিয়ার প্রতিক্রিয়া।
অর্জুন কপূরও বলেছেন একই কথা।
সোনম কপূর জানিয়েছেন, আনন্দে চোখে জল এসে গিয়েছে তাঁর।
ঐতিহাসিক রায়, বলেছেন কর্ণ জোহর। এই রায় মানবাধিকার ও সমানাধিকারের জন্য এক বিরাট পদক্ষেপ, মন্তব্য করেছেন তিনি।
এই রায়কে স্বাগত জানিয়েছে বলিউড। তারকারা নিজের নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
এক ঐতিহাসিক রায়ে গতকাল সমলিঙ্গ যৌন সম্পর্কের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সুপ্রিম কোর্ট। দেখুন এই রায় নিয়ে বলি তারকাদের প্রতিক্রিয়া।