পুনের ক্রিকেট মিউজিয়ামের একাংশ এবার কোহলির নামে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Jan 2017 01:53 PM (IST)
1
এই মিউজিয়ামের প্রতিষ্ঠাতা রোহন পাতে ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন কোহলিও।
2
পুনের ক্রিকেট স্মারকের সংগ্রহশালা ব্লেডস অফ গ্লোরি-তে ভারতের অধিনায়ক বিরাট কোহলির নামে উত্সর্গিত অংশের উদ্বোধন হল।
3
রয়েছে বিশেষ একটি স্কোরবোর্ড। এই স্কোরবোর্ডে বিভিন্ন ফর্ম্যাটের আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির পারফরম্যান্স তুলে ধরা হয়েছে।
4
মিউজিয়ামের কোহলির নামে উত্সর্গিত অংশটিতে রয়েছে তার ওডিআই, টেস্টের জার্সি, প্যাড, গ্লাভস এবং হেলমেট।
5
মাঠে বিভিন্ন ভঙ্গিমায় কোহলির ছবি নিয়ে গ্যালারিও রয়েছে।
6
মিউজিয়ামের সংগ্রহের প্রশংসাও করেছেন কোহলি। তাঁর আশা মিউজিয়ামটি আরও বড় হবে। কারণ রোহনের কাছে যে সংগ্রহ রয়েছে তা ধরার মতো জায়গা সেখানে নেই।
7
মিউজিয়াম দেখে খুব ভালো লেগেছে কোহলির। তিনি সম্প্রতি নিউজিল্যান্ডের বিরুদ্ধে করা দ্বিশতরানের ইনিংসের টি-শার্ট মিউজিয়ামকে দান করেছেন।