ছবিতে দেখুন: দাবানল মোকাবিলার ত্রাণ সংগ্রহে ক্রিকেট কিংবদন্তিদের উদ্যোগ, মানবিক উদ্দেশে মাঠে সচিন-লারা-পন্টিংরা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 09 Feb 2020 06:57 PM (IST)
1
পন্টিংয়ের দলের হয়ে ১৬ রান করেছেন ম্যাথু হেডেন।
2
মেলবোর্নের ম্যাচে যুবরাজ রান পাননি। ফিরলেন ২ রান করে।
3
এক সময়কার সতীর্থ। এই ম্যাচে প্রতিপক্ষ। খেলা শুরুর আগে দুই অধিনায়ক পন্টিং ও গিলক্রিস্ট।
4
গিলক্রিস্টের দলের হয়ে খেললেন যুবরাজ সিংহ, অ্যান্ড্রু সাইমন্ডস, কোর্টনি ওয়ালশ, শেন ওয়াটসনরা।
5
ওয়াসিম আক্রম-ব্রেট লি-ব্রায়ান লারাদের দেখা গেল পন্টিংয়ের দলের হয়ে মাঠে নামতে।
6
পন্টিং ব্যাট করতে নেমে করেন ২৬ রান।
7
হাড্ডাহাড্ডি ম্যাচটি এক রানে জিতে নিয়েছে পন্টিংয়ের দল।
8
ম্যাচে দুই ইনিংসের বিরতিতে এক ওভার ব্যাটিং করেন মাস্টার ব্লাস্টার।
9
১০ ওভারের চ্যারিটি ম্যাচে পন্টিংদের প্রতিপক্ষ ছিল অ্যাডাম গিলক্রিস্ট একাদশ।
10
অস্ট্রেলিয়ার দাবানলের ত্রাণ তহবিল সংগ্রহের ম্যাচে রিকি পন্টিং একাদশের কোচের দায়িত্বে ছিলেন সচিন তেন্ডুলকর।