অভিনেতা জনের স্ত্রী প্রিয়া পেশায় ব্যাঙ্কার, পছন্দ করেন না প্রচারের আলো, দেখুন আব্রাহাম দম্পতির কিছু ছবি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 22 Apr 2020 09:00 PM (IST)
1
হিমাচলপ্রদেশের ম্যাকলিয়ডগঞ্জের মেয়ে প্রিয়া। (সব ছবি প্রিয়ার ইনস্টাগ্রাম থেকে)
2
জন জানিয়েছিলেন, আইএসএলে তাঁর দল নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দেখাশোনা করেন প্রিয়াই। তবে তিনি পর্দার পিছনে থেকে কাজ করতেই স্বচ্ছন্দ।
3
প্রিয়া একজন ব্যাঙ্কার। নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকতে ভালবাসেন।
4
বিপাশার সঙ্গে ৯ বছরের সম্পর্ক ভেঙে প্রিয়াকে বিয়ে করেছিলেন জন। বান্দ্রার একটি জিমে দুজনের আলাপ হয়েছিল।
5
প্রিয়ার আগে অভিনেত্রী বিপাশা বসুর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিল জনের।
6
প্রচারের আলোয় থাকা একেবারেই পছন্দ করেন না প্রিয়া। বলিউডের কোনও পার্টিতেই কার্যত দেখা যায় না তাঁকে।
7
অভিনেতা জন আব্রাহাম ২০১৪ সালে বিয়ে করেছিলেন প্রিয়া রুঞ্চলকে। তবে তাঁদের বিয়ের অনুষ্ঠানের কোনও ছবি কখনও প্রকাশ্যে আসেনি।