অভিনেতা জনের স্ত্রী প্রিয়া পেশায় ব্যাঙ্কার, পছন্দ করেন না প্রচারের আলো, দেখুন আব্রাহাম দম্পতির কিছু ছবি
হিমাচলপ্রদেশের ম্যাকলিয়ডগঞ্জের মেয়ে প্রিয়া। (সব ছবি প্রিয়ার ইনস্টাগ্রাম থেকে)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজন জানিয়েছিলেন, আইএসএলে তাঁর দল নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দেখাশোনা করেন প্রিয়াই। তবে তিনি পর্দার পিছনে থেকে কাজ করতেই স্বচ্ছন্দ।
প্রিয়া একজন ব্যাঙ্কার। নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকতে ভালবাসেন।
বিপাশার সঙ্গে ৯ বছরের সম্পর্ক ভেঙে প্রিয়াকে বিয়ে করেছিলেন জন। বান্দ্রার একটি জিমে দুজনের আলাপ হয়েছিল।
প্রিয়ার আগে অভিনেত্রী বিপাশা বসুর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিল জনের।
প্রচারের আলোয় থাকা একেবারেই পছন্দ করেন না প্রিয়া। বলিউডের কোনও পার্টিতেই কার্যত দেখা যায় না তাঁকে।
অভিনেতা জন আব্রাহাম ২০১৪ সালে বিয়ে করেছিলেন প্রিয়া রুঞ্চলকে। তবে তাঁদের বিয়ের অনুষ্ঠানের কোনও ছবি কখনও প্রকাশ্যে আসেনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -