ছবিতে দেখুন: কাশ্মীরে টেরিটোরিয়াল আর্মিতে ট্রেনিং সেরে দিল্লি ফিরলেন ধোনি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 17 Aug 2019 03:00 PM (IST)
1
ধোনিকে স্বাগত জানাতে মেয়ে জীভাকে নিয়ে দিল্লি গিয়েছিলেন স্ত্রী সাক্ষী।
2
দিল্লি আসার আগে লেহ বিমানবন্দরে ভক্তদের দাবি মিটিয়ে ছবির পোজও দেন ধোনি।
3
দিল্লিতে মেয়ে জীভার সঙ্গে দেখা হল ধোনির।
4
কাশ্মীর থেকে ৩৭০ ও ৩৫ এ ধারা রদ হয়ে যাওয়ার পর উদ্ভূত অশান্ত পরিস্থিতিতেও ট্রেনিংসূচি পাল্টাননি জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক।
5
টেরিটোরিয়াল আর্মির ১০৬ নম্বর ব্যাটেলিয়নে ১৫ দিনের ট্রেনিং সেরে দিল্লি ফিরলেন মহেন্দ্র সিংহ ধোনি।