ছবিতে দেখুন: কোহলির ব্যাটের শাসনে ধূলিসাৎ একাধিক রেকর্ড, নয়া শৃঙ্গে ভারত অধিনায়ক
ব্র্যাডম্যানের পাশাপাশি টেস্টে মোট রানের নিরিখে স্টিভ স্মিথ ও সনৎ জয়সূর্য (৬৯৭৩), লেন হাটন (৬৯৭১), দিলীপ বেঙ্গসরকর (৬৮৬৮), কেন ব্যারিংটন (৬৮০৬) ও রস টেলরকে (৬৮৩৯) ছাপিয়ে গেলেন বিরাট।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appডন ব্র্যাডম্যানের ৬৯৯৬ টেস্ট রানের রেকর্ডও শুক্রবার ভেঙে দিলেন বিরাট কোহলি। টেস্টে তাঁর সাতহাজার রানও সম্পূর্ণ হয়ে গেল।
ভারতীয় অধিনায়ক হিসাবে টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত রানের নজির গড়লেন কোহলি।
সপ্তম ডাবল সেঞ্চুরি করে কোহলি ভেঙে দিলেন সচিন তেন্ডুলকর ও বীরেন্দ্র সহবাগের রেকর্ড। পরের দুজনেরই টেস্টে ৬টি করে ডাবল সেঞ্চুরি রয়েছে। কোহলির হল সাতটি ডাবল সেঞ্চুরি।
অধিনায়ক হিসাবে নবার দেড়শোর বেশি রান করে কোহলি ভেঙে দিলেন ডন ব্র্যাডম্যানের রেকর্ড। অধিনায়ক হিসাবে ৮বার দেড়শোর বেশি রান করেছিলেন ডন।
টেস্টে এটা তাঁর সপ্তম দ্বিশতরান। বিশ্বক্রিকেটের ইতিহাসে প্রথম অধিনায়ক হিসাবে এতগুলি ডাবল সেঞ্চুরি করার নজির গড়লেন তিনি।
টেস্টে এটা তাঁর ২৬তম শতরান। প্রথম ভারতীয় অধিনায়ক হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে ৪০টি সেঞ্চুরি হয়ে গেল কোহলির।
পুণেতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে অপরাজিত ২৫৪ রান করলেন বিরাট কোহলি। এটাই টেস্টে তাঁর ব্যক্তিগত সর্বোচ্চ রান। তাঁর আগের সর্বোচ্চ ছিল ২৪৩ রান।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -