প্রিয়ঙ্কা চোপড়া দেখতে গেলেন অসুস্থ দিলীপ কুমারকে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Sep 2017 11:18 AM (IST)
1
গতকাল রাতেই টরন্টো রওনা দিয়েছেন প্রিয়ঙ্কা।
2
কিছুদিন আগে শাহরুখ খানও যান দিলীপকে দেখতে।
3
দিলীপ-সায়রার সঙ্গে দেখা করে ভাল লেগেছে, টুইটারে লিখেছেন প্রিয়ঙ্কা।
4
5
দিলীপ কুমারের পাশে রয়েছেন তাঁর স্ত্রী সায়রা বানু।
6
সোশ্যাল মিডিয়ায় প্রিয়ঙ্কা পোস্ট করেছেন ছবিটি। বলেছেন, দিলীপের শরীর আগের থেকে এখন ভাল।
7
বর্ষীয়াণ অভিনেতা দিলীপ কুমারের শারীরিক অবস্থার খবর নিতে গতকাল সন্ধেয় তাঁর বাড়ি যান প্রিয়ঙ্কা চোপড়া।