ছবিতে দেখুন কেমন মিথিলা চিত্রে সেজে উঠেছে সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস...
রিপোর্ট অনুযায়ী, একটি কামরাকে সাজিয়ে তুলতে প্রায় ১ লক্ষ টাকা খরচ হয়েছে। ছবি-টুইটার
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরবীন্দ্র জৈন জানান, আপাতত পরীক্ষামূলকভাবে একটি ট্রেনে এই মিথিলা পেন্টিং করা হয়েছে। প্রচেষ্টা ফলপ্রসূ হলে ভবিষ্যতে আরও ট্রেনে মিথিলা চিত্র দেখা যেতে পারে। ছবি-টুইটার
প্রথমবার এমন সুসজ্জিত রেক নামার সময় চিত্রের দায়িত্বে থাকা মহিলা শিল্পীরা দারুণ উৎসাহিত ছিলেন। ছবি-টুইটার
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে রেলের ডিআরএম রবীন্দ্র জৈন জানান, এই ট্রেন যে রুট দিয়ে চলবে, সেখানে মিথিলা চিত্রের প্রচার ও প্রসার ঘটবে। এতে মিথিলা শিল্পের জনপ্রিয়তা বৃদ্ধির পাশাপাশি ট্রেনের সৌন্দর্যায়নও হবে। ছবি-টুইটার
রেলের তরফে জানানো হয়েছে, বাকি কামরাগুলিকে রং করার কাজ শীঘ্রই শুরু হবে। ছবি-টুইটার
ট্রেনের ৯টি কামরাকে সুন্দর মিথিলা চিত্রে রাঙিয়ে তোলা হয়েছে। পঞ্চাশের বেশি মহিলা শিল্পী একমাস ধরে এই কামরাগুলিকে পেন্টিং করে সাজিয়ে তুলেছেন। ছবি-টুইটার
এধরনের প্রচেষ্টার মূল লক্ষ্য হল-- লুপ্তপ্রায় মিথিলা চিত্রকলাকে পুনরুদ্ধার করা এবং জাতীয় স্তরে তাকে নতুন পরিচয় দেওয়া। বিহারের সুন্দর সংস্কৃতি বহন করা এই ট্রেন বিহার, উত্তরপ্রদেশ হয়ে দিল্লি পৌঁছয়। ছবি-টুইটার
দ্বারভাঙা থেকে নয়াদিল্লি রুটের এই ট্রেনটিকে মিথিলা চিত্র দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। এই প্রথম বার ভারতীয় রেলের কোনও ট্রেনে মিথিলা পেন্টিং বর্ণিত হয়েছে। ছবি-টুইটার
বিহার সম্পর্ক ক্রান্তি ট্রেনটি এদিন সকালেই দিল্লি পৌঁছায়। স্টেশনে অপেক্ষারত যাত্রীরা দেখেন গোটা ট্রেনটি কী সুন্দরভাবে মিথিলা-চিত্রে রাঙিয়ে তোলা হয়েছে। এই ট্রেন বৃহস্পতিবার বিহারের দ্বারভাঙা থেকে রওনা দিয়েছিল। ছবি-টুইটার
- - - - - - - - - Advertisement - - - - - - - - -