দেখুন: শাড়ির নকশায় বালাকোটে বায়ুসেনার প্রত্যাঘাতের দৃশ্য, আয়ের অর্থ দেওয়া হবে নিহত জওয়ানদের পরিবারের হাতে
পুলওয়ামার অবন্তীপুরায় গত ১৪ ফেব্রুয়ারি সিআরপিএফের কনভয়ে সন্ত্রাসবাদীরা হামলা চালায়। এই ঘটনায় ৩০ জওয়ান নিহত হয়েছিলেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএর আগে রাজস্থানের বিকানেরের এক ব্যক্তি পুলওয়ামায় নিহত ৪০ জন জওয়ানের নাম সহ ৭১ জন নিহত জওয়ানের নামের ট্যাটু নিজের শরীরে করেছিলেন।
শাড়ি থেকে যে আয় হবে, তা নিহত জওয়ানদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন।
ডিরেক্টর বলেছেন, শাড়িটি ঘিরে তাঁর বেশ ভালো সাড়া পাচ্ছেন। সারা দেশ থেকেই বরাত আসছে।
মিলের ডিরেক্টর বলেছেন, তাঁরা শাড়িটিতে দেশের সুরক্ষা বাহিনীর পরাক্রম চিত্রিত করেছেন।
এভাবে মিলের ডিরেক্টর নিজের ও কর্মীদের তরফে নিহত জওয়ানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে চান।
এই শাড়ি থেকে যে আয় হবে তা নিহত জওয়ানদের পরিবারকে দান করা হবে।
পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলায় নিহত ৪০ জওয়ানের প্রতি শ্রদ্ধাঞ্জলি হিসেবে সুরাতের এই মিলে একটি শাড়ির নকশা করা হয়, যেখানে বালাকোট অভিযানের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে।
গুজরাতের অন্নপূর্ণা ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড শাড়িতে এই নকশা তৈরি করেছে।
এরইমধ্যে এক শাড়ি ডিজাইনার কোম্পানি বালাকোটে বায়ুসেনার অভিযানের ঘটনা শাড়িতেই নকশার মাধ্যমে তুলে ধরেছে।
গত ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোটে জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের প্রশিক্ষণ শিবিরে অভিযান চালিয়েছিল ভারতীয় বায়ুসেনা। জঙ্গিদের ডেরায় গিয়ে প্রত্যাঘাতের ঘটনা সারা ভারতকেই উদ্দীপ্ত করেছিল। সব ছবি-ট্যইটার এএনআই ও ট্যুইটার ভিডিও
- - - - - - - - - Advertisement - - - - - - - - -