দেখুন সুনীল শেট্টির ছেলে আহানের বান্ধবীর ছবি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 Aug 2017 07:21 PM (IST)
1
2
3
দেখুন তাঁর আরও ছবি।
4
ঘুরতে ভালবাসেন তিনি, সোশ্যাল মিডিয়ায় নিয়মিত ছবি পোস্ট করেন।
5
তানিয়া পেশায় মডেল। আহানের সঙ্গে তাঁর লং ডিসট্যান্স রিলেশনশিপ।
6
বাবার বক্তব্য, ছেলে তরুণ, গার্লফ্রেন্ড তো থাকবেই। তবে আহানকে তিনি বরাবর শিখিয়েছেন, মেয়েদের সম্মান করতে।
7
সুনীল শেট্টির অবশ্য ছেলের প্রেমিকা নিয়ে কোনও দ্বিধা নেই। সুনীল জানিয়েছেন, এ ব্যাপারে জানেন তিনি।
8
আহানের গার্লফ্রেন্ডের নাম তানিয়া শ্রফ। তিনি ব্যবসায়ীর মেয়ে। কয়েক বছর ধরে প্রেম চলছে তাঁদের।
9
আহানকে শিগগিরই দেখা যাবে বলিউডে, সাজিদ নাদিয়াদওয়ালার ছবিতে। তবে নিজের সম্পর্ক নিয়ে মুখ খুলতে চান না তিনি।
10
সুনীল শেট্টির ছেলে আহানের বান্ধবীকে চেনেন? এখনও না চিনলেও শিগগিরই হয়তো তাঁকে চিনতে হবে। এমনই সাক্ষ্য দিচ্ছে তাঁর ছবিগুলি।