হিউস্টনে আজ ‘হাউডি মোদি’, মার্কিন মুলুকে মোদির একাধিক কর্মসূচির ছবি
কাশ্মীরি পণ্ডিতদের ঘরে ফেরা ও পুনর্বাসের বিষয়টি খতিয়ে দেখতে টাস্ক ফোর্স বা উপদেষ্টা কমিটি গঠনের আর্জি জানায় প্রতিনিধিদল। ওই প্রতিনিধিদলের এক সদস্য জানান, প্রধানমন্ত্রী তাঁদের বলেছেন, আপনারা অনেক কষ্ট সহ্য করেছেন। আমরা সকলে মিলে নতুন কাশ্মীর গড়ে তুলব।
জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের জন্য প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন মার্কিনবাসী কাশ্মীরি পণ্ডিতরা। এমনকী, প্রতিনিধিদলের এক সদস্য মোদির হাতে চুম্বন করে বলেন, ৭ লক্ষ কাশ্মীরি পণ্ডিতদের তরফ থেকে ধন্যবাদ। পরে, পিএমও-র তরফেও টুইট করে বলা হয়, কাশ্মীরি পণ্ডিতরা প্রধানমন্ত্রীকে জানিয়েছেন, ভারতীয়দের দেশের অগ্রগতিতে এবং দেশবাসীর ক্ষমতায়ণে যে যে পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্র, তা তাঁরা সমর্থন করছেন। সাক্ষাতপর্বে, প্রধানমন্ত্রীকে একটি স্মারকলিপিও দেওয়া হয়।
বোহরা সম্প্রদায়ের মানুষেরা দেখা করেন মোদির সঙ্গে। মোদিকে অঙ্গবস্ত্রম উপহার দেওয়া হয়।
মোদির কর্মসূচীগুলির মধ্যে অন্যতম ছিল সেখানে বসবাসকারী শিখ ও কাশ্মীরি পণ্ডিতদের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাত-পর্ব।
ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা নিয়ে এই বৈঠক, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে টুইট করে একথা জানানো হয়। বৈঠকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং বিদেশ সচিব বিজয় গোখলে উপস্থিত ছিলেন।
সবাই এখন তাকিয়ে এনআরজি স্টেডিয়ামে নরেন্দ্র মোদির বক্তৃতার জন্য। ৩ ঘণ্টা ধরে চলবে এই অনুষ্ঠান। টেক্সাস ইন্ডিয়া ফোরামের আয়োজিত এই অনুষ্ঠানে বক্তৃতার পাশাপাশি থাকবে নানারকম সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। যার সিংহভাগ জুড়েই হবে ভারতীয় সংষ্কৃতির চর্চা।
মার্কিন মুলুকে পা রাখা ইস্তক এদিন একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন মোদি। দেখা করেছেন মার্কিন মুলুকের বিদ্যুৎ ও তেল সংস্থাগুলির কর্তাদের সঙ্গে ।
প্রচুর ভারতীয় পতাকা হাতে সমবেত হয়েছে পোস্ট ওক হোটেলের সামনে। এখানেই আছেন নরেন্দ্র মোদি। আর তার জন্য ব্যবস্থা হয়েছে বিশেষ রান্নারও। সূত্রের খবর, হিউস্টনে একটি হোটেলে আজ প্রধানমন্ত্রীর জন্য রান্না হয়েছে খাঁটি ভারতীয় পদ। দায়িত্বে শেফ কিরণ ভার্মা। এই থালির নাম রাখা হয়েছে নমো থালি।দু-ধরনের থালির ব্যবস্থা রাখা হচ্ছে। নমো খালি মিঠাই ও নমো থালি শেরি। দেশি ঘি দিয়ে রান্না হচ্ছে পদগুলি। খিচুরি, কচুরি, মেথি থেপলার মতো গুজরাতি খাবার পরিবেশন করা হবে।
প্রধানমন্ত্রী মোদি হিউস্টনে পা রাখার সঙ্গে সঙ্গেই পেয়েছেন উষ্ণ অভ্যর্থনা। ‘হাউডি মোদি’ অনুষ্ঠানের আয়োজকদের সঙ্গে দেখা করেন তিনি।
মার্কিন মুলুকে ৭ দিনের সফরে নরেন্দ্র মোদি। আজ হিউস্টনে এনআরজি স্টেডিয়ামে ‘হাউডি মোদি’ সম্মেলনে ৫০ হাজার আমেরিকাবাসী ভারতীয়র সামনে বক্তব্য রাখবেন ভারতের প্রধানমন্ত্রী। ওই অনুষ্ঠানেই হাজির থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 'হাউ ডু ইউ ডু মোদি'-ই স্থানীয় ভাষায় হাউডি মোদি।