সন্তানকে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন করিনা ও সেফ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 Dec 2016 12:20 PM (IST)
1
সেফ-করিনার প্রথম সন্তান এই তৈমুর।
2
জন্মের পর ছেলেকে দেখতে হাসপাতালে সেফ। সঙ্গে শ্বশুর রণধীর কপূর। (ছবি: মানব মঙ্গলানি)
3
হাসপাতালে করিনা, সেফ ও তাঁদের সদ্যোজাত পুত্র। এই ছবিটি নকল বলে জানা যায়নি।
4
নবজাতকে নিয়ে চিত্রসাংবাদিকদের সামনে হাসিমুখে পোজ দিয়েছেন তাঁরা। (ছবি: মানব মঙ্গলানি)
5
সেলেব দম্পতিরা সাধারণত নিজেদের ছেলেমেয়েদের পাদপ্রদীপের বাইরে রাখতে চান। কিন্তু সেফ-করিনা স্পষ্টতই অন্যরকম ভেবেছেন। (ছবি: মানব মঙ্গলানি)
6
হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর অবশেষে নবজাতকে নিয়ে করিনা ও সেফ আলি খান। (ছবি: মানব মঙ্গলানি)
7
সদ্যোজাতর নাম তৈমুর রাখা নিয়ে ইন্টারনেটে চূড়ান্ত বিতর্কের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে মা-ছেলের এই ছবি। যদিও করিনার জনসংযোগ টিম পরে দাবি করে, ছবিটি ভুয়ো।
8
মঙ্গলবার সকালে পুত্রের জন্ম দিয়েছেন করিনা কপূর।