স্বাভাবিক হচ্ছে হৃতিক-সুজান সম্পর্ক? দুবাইয়ে ছুটি কাটাচ্ছেন তাঁরা!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 29 Dec 2016 03:49 PM (IST)
1
(ছবি: ইনস্টাগ্রাম)
2
মনে হচ্ছে, দু’জনের মধ্যে সম্পর্ক এখন আগের থেকে ভাল।
3
১ মাসে এ নিয়ে দু’বার একসঙ্গে প্রকাশ্যে এলেন হৃতিক ও সুজান। এর আগে ছেলেদের নিয়ে দুবাইয়ে একটি রেস্তোঁরায় নৈশভোজে যান তাঁরা।
4
ছেলেদের সঙ্গে ফ্রেঞ্চ আল্পসে বড়দিন সেলিব্রেট করেছেন হৃতিক। এখন তাঁরা দুবাইতে। সুজানও সেখানে হাজির তাঁর পরিবারের সঙ্গে।
5
২ বছর আগে ডিভোর্স হয়ে গেছে বলিউডের এই দম্পতির।
6
সুজানের পরিবারের সঙ্গে নৈশভোজে হৃতিক।
7
ডিভোর্স হয়ে গেলেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে চলেন হৃতিক রোশন ও সুজান খান। দুই ছেলেকে নিয়ে এখন তাঁরা দুবাইয়ে। ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সুজান।