পিছিয়ে গেছে বিয়ে! লকডাউনে বাড়িতে বসে কী করছেন রিচা চড্ডা?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 May 2020 11:58 AM (IST)
1
সব ছবি- ইনস্টাগ্রাম।
2
নিয়মিত রান্না নিয়েও বেশ পরীক্ষা নিরীক্ষা করছেন রিচা। শেয়ার করেছেন ছবিও।
3
বই পড়ে দিনের বেশিরভাগ সময় কাটাচ্ছেন তিনি।
4
সোশ্যাল মিডিয়াতেও প্রচুর সময় কাটাচ্ছেন রিচা
5
লকডাউনে নিজের বিরক্তি প্রকাশ করেও একাধিক পোস্ট করেছেন রিচা
6
সম্পতি একটি পুরনো ছবি শেয়ার করে রিচা লেখেন, তাঁর লম্বা চুলতে মিস করছেন তিনি।
7
কেবল শরীরচর্চা নয়, নিয়মিত ধ্যান করছেন তিনি।
8
তবে লকডাউন নেই তাঁর শরীরচর্চায়। ফিটনেস ফ্রিক রিচা নিয়মিত জিম করছেন বাড়িতেই।
9
এপ্রিল মাসে বিয়ে হওয়ার কথা ছিল রিচা চড্ডার। লকডাউনের জন্য পিছিয়ে গিয়েছে বিয়ে। তাই বাড়িতে একাই সময় কাটাচ্ছেন রিচা।
10
লকডাউনে নিজের বাড়িতে রয়েছেন রিচা চড্ডা। দেখুন বাড়িতে বসে কেমন কাটছে তাঁর লকডাউনের সময়।