দেখুন পূজা বেদীর মেয়ে আলিয়াকে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 May 2017 09:09 AM (IST)
1
2
3
4
5
6
বলেন, সমাজের সংকীর্ণ মানসিকতাকে ভয় পান না তাঁরা।
7
এ সব ছবির যাঁরা সমালোচনা করেন, তাঁদের উদ্দেশে সোশ্যাল মিডিয়ায় খোলা চিঠি লেখেন মা-মেয়ে।
8
আলিয়ার ইনস্টা অ্যাকাউন্ট নিয়েও বিতর্ক কিছু কম নেই। একের পর এক খোলামেলা ছবি পোস্ট করেন তিনি।
9
কবীর বেদীর মেয়ে পূজা পরিচিত তাঁর বিতর্কিত জীবনযাত্রা ও কন্ডোমের বিজ্ঞাপনের জন্য।
10
আলিয়া ভট্ট নন। ইনি আলিয়া ফার্নিচারওয়ালা। পূজা বেদীর মেয়ে। পোশাক আশাকে মায়ের মতই সাহসী।