বিদেশে ছুটি কাটানোর ছবি ইনস্টাগ্রামে পোস্ট করলেন জনপ্রিয় আইপিএল হোস্ট অর্চনা বিজয়
ছবি ইনস্টাগ্রাম
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅর্চনার সবকটি ছবি ইনস্টাগ্রাম থেকে প্রাপ্ত।
এর আগে, আইসিআইসিআই ব্যাঙ্ক, সুলা ফেস্ট, সান মাইক্রোসিস্টেমস, সিপলা, এলজি সার্কিট এবং স্যামসাঙ মোবাইল-এর বিজ্ঞাপনেও দেখা গিয়েছে অর্চনাকে।
এছাড়া ‘ঝলক দিখলা জা ৫’ এবং ‘খতরোঁ কে খিলাড়ি ৬’ রিয়্যালিটি শোতেও দেখা গিয়েছে তাঁকে।
আইপিএল-এর সঞ্চালনা থেকেই জনপ্রিয় হন অর্চনা।
অর্চনার পোস্ট করা ছবি নেটিজেনরা ভীষণই পছন্দ করেছেন।
গোয়া, ইতালি, মালদ্বীপে কাটানো ছুটির মুহূর্ত তিনি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন।
সেখানকার ছবি তিনি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন।
ভিডিও জকি, মডেল এবং আইপিএল সঞ্চালক অর্চনা ভীষণই ঘুরে বেড়াতে ভালবাসেন। সম্প্রতি, তিনি মালদ্বীপে ছুটি কাটিয়ে ফিরেছেন।
ছবিতে দেখতে পাচ্ছেন অর্চনা বিজয়কে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -