মুম্বইয়ে একা একা কি শপিং করছেন ইউলিয়া?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 01 Jun 2017 08:47 PM (IST)
1
ইতিমধ্যেই বেশ কয়েকবার সলমন ও ইউলিয়ার বিয়ের সম্ভাবনার খবর প্রকাশ্যে এলেও, এখনও পর্যন্ত কোনও নির্দিষ্ট তথ্য জানা যায়নি।
2
3
4
5
6
7
দেখুন ইউলিয়ার আরও ছবি
8
সেখানে ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও সলমনের পরিবারের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।
9
সলমন তাঁর বান্ধবীর জন্য পার্টি দিয়েছিলেন।
10
গত ২৪ মে সলমন খানের বান্ধবী ইউলিয়ার জন্মদিন।
11
ওনার এই সাম্প্রতিক ছবি প্রকাশ্যে এসেছে। সেখানে ভান্টুরকে একটি দোকান থেকে বের হওয়ার সময় ক্যামেরাবন্দি করা হয়।
12
ছবিতে যাঁকে দেখছেন, তিনি আর কেউ নন, বলিউড সুপারস্টার সলমন খানের বান্ধবী ইউলিয়া ভান্টুর।
13
মুম্বইয়ের রাস্তায় এভাবেই দেখা গেল ইউলিয়া ভান্টুরকে...