জন আব্রাহামের স্ত্রী প্রিয়াকে দেখেছেন? দেখুন সেই গোপনচারিণীর কয়েক ঝলক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Aug 2017 12:20 PM (IST)
1
উল্টোদিকে বিপাশা গত বছর বিয়ে করেছেন কর্ণ সিংহ গ্রোভারকে।
2
বলিউডে কেরিয়ার শুরু থেকে দীর্ঘ সময় জন আব্রাহামের সম্পর্ক ছিল বিপাশা বসুর সঙ্গে। পরে বিচ্ছেদ হয়ে যায় তাঁদের, জন বিয়ে করেন প্রিয়াকে।
3
মাঝখানে শোনা যাচ্ছিল, দূরত্বের কারণে তাঁদের সম্পর্ক মাধুর্য হারিয়েছে।
4
প্রিয়া আমেরিকায় কর্মরত ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার, এ দেশে থাকেন না। তাঁরা লং ডিসট্যান্স রিলেশনশিপে রয়েছেন।
5
এই ছবি মুম্বই বিমানবন্দরের। ২০১৪-য় প্রিয়া বিয়ে করেন জনকে।
6
বলিউড অভিনেতা ও প্রযোজক জন আব্রাহামের স্ত্রী প্রিয়া রুঞ্চল।