দেখুন করিনা কপূর ও ছোট্ট তৈমুরকে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Sep 2017 12:46 PM (IST)
1
2
3
4
শোনা যাচ্ছে, এই ছবির মাধ্যমেই বলিউডে নাম লেখাতে পারে তৈমুর। তার জন্য নাকি চিত্রনাট্যে পরিবর্তন করা হয়েছে, প্রেগন্যান্সির দৃশ্যও রাখা হয়েছে।
5
ফিল্মের সেটেও দেখা যাচ্ছে তাকে।
6
ভীরে দি ওয়েডিংয়ের শ্যুটিংয়ের জন্য আজকাল খুবই ঘোরাঘুরি করতে হচ্ছে করিনাকে। মায়ের সঙ্গেই ঘুরছে তৈমুর।
7
মা করিনা কপূরের কোলে চড়ে বিমানবন্দরে তৈমুর। কিছু একটা সে চিবোচ্ছে, বোধহয় টিথার। শিগগিরই মনে হয় দাঁত উঠবে।