দেখুন রজনীকান্ত ও অক্ষয় কুমারের ২.০ ছবির অভিনেত্রীকে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 Mar 2018 08:00 AM (IST)
1
2
3
4
দেখুন তাঁর আরও ছবি।
5
অ্যামিকে এবার দেখা যাবে রজনীকান্ত ও অক্ষয়ের ছবি ২.০-তে।
6
বেশ কিছুদিন তিনি প্রেম করেছেন স্মিতা পাটিলের ছেলে প্রতীক বব্বরের সঙ্গে। তাঁর সঙ্গে ছবিতেও দেখা গিয়েছে। যদিও এখন ভেঙে গিয়েছে তাঁদের সম্পর্ক।
7
২০১৫-য় কাজ করেন সিং ইজ ব্লিং-এ অক্ষয় কুমারের বিপরীতে। ১০০ কোটির ব্যবসা করে ছবিটি।
8
মডেলিং করতে করতেই পা রাখেন দক্ষিণী ছবিতে। সেখান থেকে চলে আসেন বলিউড।
9
বেশ কয়েকটি সুন্দরী প্রতিযোগিতায় জয়ী অ্যামি মিস ইংল্যান্ডে দ্বিতীয় হয়েছিলেন।
10
অ্যামি জন্মসূত্রে ব্রিটিশ। কিন্তু বলিউডে কেরিয়ার তৈরি করতে চান।
11
ইনি অভিনেত্রী অ্যামি জ্যাকসন।