লন্ডনে পড়াশোনার পাশাপাশি কেমন কাটে শাহরুখ তনয়ার দিন? সোশ্যাল মিডিয়ায় ফের ভাইরাল ছবি
সুহানার এই ছবিটিও ভাইরাল হয়েছে। এই ‘মিরর সেলফি’ তে মোবাইল কভারে সুহানার এটিএম কার্ড দেখা যাচ্ছে
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহলুদ সোয়েট শার্টে বারন্দায় দাঁড়ানো সুহানার এই ছবিটি ভাইরাল হয়েছে
ছবিটি শেয়ার করে কিং খান লেখেন, তিনজনকে বেশ ভালো লাগছে
সুহানা, আরিয়ান ও আব্রাহামের এই ছবিটি শেয়ার করেন খোদ শাহরুখ
শাহরুখ জানিয়েছেন, পড়াশোনা শেষ করে তবেই অভিনয় জগতে পা রাখবেন সুহানা
মে মাসের ২২ তারিখ ১৯ বছরে পা রেখেছেন এই স্টারকিড
সুহানার বান্ধবীর সঙ্গে ডিনারের এই ছবি ভাইরাল হয়েছে। শাহরুখ কন্যার এলোমেলো চুল আর নো মেকাপ লুক নজর কেড়েছে সকলের
জাম্পস্যুটে সুহানা। লন্ডনে তোলা তাঁর এই ছবিটি শেয়ার করেথে সুহানার ফ্যান ক্লাব
আপাতত লন্ডনে পাঠরতা সুহানা। যদিও তাঁর সোশ্যাল মিডিয়ায় ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি প্রাইভেট, তবুও হামেশাই সামনে আসে তাঁর লন্ডন জীবন যাপনের ছবি
ফ্যাশান থেকে নো মেকাপ লুক, ইতিমধ্যেই নিজের পরিচয় তৈরী করে ফেলেছেন বলিউডের বাদশার কন্যা সুহানা খান
- - - - - - - - - Advertisement - - - - - - - - -