দেখুন, ‘বাহুবলী’-র জন্য তৈরি হচ্ছেন শাহরুখ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 26 Jul 2017 06:34 PM (IST)
1
শাহরুখ এখন তাঁর আসন্ন ছবি ‘জব হ্যারি মেট সেজল’-এর প্রচার নিয়ে ব্যস্ত। এই ছবিতে শাহরুখের বিপরীতে আছেন অনুষ্কা শর্মা
2
বাহুবলী সিরিজের দুটি ছবিই বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পাওয়ায় বলিউডের পরিচালকরাও এবার এই ধরনের ছবি তৈরি করার কথা ভাবছেন
3
সূত্রের খবর, যশরাজ ফিল্মসের ব্যানারে এই ছবি তৈরি করতে চলেছেন আদিত্য চোপড়া। ডিসেম্বর থেকেই এই ছবির কাজ শুরু হয়ে যাবে
4
বলিউড বাদশা শাহরুখ খান ‘বাহুবলী’ হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে খবর
5
বাহুবলীর হিন্দি সংস্করণও বিপুল জনপ্রিয় হওয়াতেই বলিউড এই ধরনের ছবি তৈরি করার বিষয়ে আগ্রহী হয়েছে বলে জানা গিয়েছে
6
৪ অগাস্ট মুক্তি পাওয়ার কথা ‘জব হ্যারি মেট সেজল’-এর