কেরলের বন্যাত্রাণে দান করলেন শাহরুখ, জ্যাকলিন, রজনীকান্ত, প্রভাস সহ বহু তারকা
জানমা গিয়েছে, রজনীকান্তও ১৫ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেছেন। ছবি ইনস্টাগ্রাম
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅল্লু অর্জুনও দিচ্ছেন ২৫ লক্ষ। তিনি অন্যদেরও দান করার আর্জি জানিয়েছেন। ছবি ইনস্টাগ্রাম
‘বাহুবলী’ খ্যাত সুপারস্টার প্রভাস কেরলের বন্যাত্রাণে দিচ্ছেন ২৫ লক্ষ টাকা। ছবি ইনস্টাগ্রাম
তেলুগু স্টার বিজয় ৫ লক্ষ টাকা দান করছেন। অভিনেত্রী অনুপমা পরমেশ্বরণ দিচ্ছেন ১ লক্ষ টাকা। ছবি ইনস্টাগ্রাম
তামিল অভিনেতা ধনুষ দান করছেন ১৫ লক্ষ টাকা। সেখানেই অভিনেতা বিশাল ও শিবকার্তিকেয়ণ ১০ লক্ষ টাকা করে দান করার সিদ্ধান্ত নিয়েছেন। ছবি ইনস্টাগ্রাম
দক্ষিণী সুপারস্টার কমল হাসান এবং অভিনেতা সূর্য কেরলের জন্য ২৫ লক্ষ টাকা করে দান করছেন। ছবি ইনস্টাগ্রাম
অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ কেরলের বন্যাত্রাণে কাজ করা হ্যাবিটেট ফর হিউম্যানিটি নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনকে ৫ লক্ষ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ছবি ইনস্টাগ্রাম
বলিউড ‘বাদশা’ শাহরুখ খান নিজের স্বেচ্ছাসেবী সংগঠন ‘মীর ফাউন্ডেশন’-এর মাধ্যমে ২১ লক্ষ টাকা দান করেছেন। ছবি ইনস্টাগ্রাম
কেরলকে সহায়তা করার বিষয়ে পিছিয়ে নেই সিনে-তারকারাও। হিন্দি সিনে জগত হোক বা দক্ষিণের সুপারস্টার-- সকল শিল্পীরাই মুক্ত হস্তে কেরলের এই দুঃসময়ে সহযোগিতা করতে এগিয়ে এসেছেন। ছবি ইনস্টাগ্রাম
ভয়াবহ সময়ের মধ্যে দিয়ে চলছে কেরল। বন্যার কারণে লক্ষ লক্ষ মানুষ নিজেদের বাসভবন ছেড়ে ত্রাণ শিবিরে ঠাঁই নিয়েছেন। এই ভয়াবহ বন্যায় এখনও পর্যন্ত চার শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। কেরলকে ফের তার স্বমহিমায় ফেরাতে দেশ-বিদেশের বহু মানুষ ও সংগঠন সহায়তায় এগিয়ে এসেছেন। ছবি ইনস্টাগ্রাম
- - - - - - - - - Advertisement - - - - - - - - -