শাহরুখ খানের সঙ্গে এই ব্যক্তির ছবি ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়ায়, জেনে নেওয়া যাক তাঁর পরিচয়
শাহরুখ অনুরাগীদের অনেকেই ওই ব্যক্তির পরিচয় জানতে উদগ্রীব। ( Photo-Social Media)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশাহরুখ খানের সঙ্গে শ্যুট করা এপিসোড করে রিলিজ হবে, সে সম্পর্কে কোনও তথ্য জানা যায়নি। ( Photo-Manav Manglani)
তাঁর আমেরিকান শো ‘মাই নেক্সট গেস্ট নিডস নো ইন্ট্রোডাকশন উইথ ডেভিড লিটারম্যান’-এর শ্যুটিংয়ের জন্য শাহরুখের বাড়িতে এসেছিলেন তিনি। ( Photo-Social Media)
শাহরুখের সঙ্গে ছবিতে যাঁকে দেখা যাচ্ছে তিনি আমেরিকার একটি জনপ্রিয় শো-এর হোস্ট ডেভিড লিটারম্যান। ( Photo-Social Media)
শুধু শাহরুখই নন, তাঁর স্ত্রী গৌরি খানকে ডেভিড লিটারম্যানের সঙ্গে দেখা যায়। ( Photo-Social Media)
ডেভিড লিটারম্যান ইদ উত্সবের দিন শাহরুখের জন্য আগত অনুরাগীদের ভিড় তাঁর ক্যামেরায় বন্দি করেন। .( Photo-Social Media)
সোশ্যাল মিডিয়ায় এখন বলিউড অভিনেতা শাহরুখ খানের সঙ্গে এক ব্যক্তির ছবি বেশ ঘোরাফেরা করছে। কিন্তু ওই ব্যক্তি কে এবং তাঁকে শাহরুখ পাশে রেখেছেন কেন, সেই প্রশ্নের উত্তর অনেকেরই জানা নেই। ( Photo-Social Media)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -