জাভেদ মিঁয়াদাদ ও শাহিদ আফ্রিদির কদর্য বাকযুদ্ধ
মিঁয়াদাদের বক্তব্য, আফ্রিদির এখন আর কোনও মার্কেট ভ্যালু নেই। সেজন্যই তিনি মিডিয়ায় এ ধরনের মন্তব্য করছেন। সেজন্যই ও বিশ্বাসঘাতকতা করছে। ওর ভাইকে জিজ্ঞাসা করুন, আমি ওকে টেস্ট ক্রিকেট খেলতে সাহায্য করেছিলাম। ওকে তো দলে কেউ চাইছিল না।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমিঁয়াদাদ আরও বলেছেন, আমার ক্ষমতা থাকলে আফ্রিদি দেশের হয়ে আর খেলতে পারতেন না।
মিঁয়াদাদ আরও বলেছেন, আমি আফ্রিদিকে ওর মেয়ের নামে শপথ নিয়ে বলেছিলাম যাতে ও দেশকে না বেচে।
মিঁয়াদাদ বলেছেন, আফ্রিদি তো এখন এসব বড় বড় কথা বলছেন। কিন্তু একটা সময় আমাকে বার বার ধরে ফোন করতেন বা অন্য লোকজনদের দিয়ে আমার কাছে বার্তা পাঠিয়ে আশীর্বাদ চাইতেন।
মিঁয়াদাদ বলেন, এই সব লোকগুলো ফিক্সার। সামা টিভিকে একথা বলেছেন মিঁয়াদাদ।
এর পাল্টা হিসেবে একটি টিভি চ্যানেলের সঙ্গে কথা বলতে গিয়ে মিঁয়াদাদ দাবি করেন, তিনি বেশ কয়েকবারই আফ্রিদির দেশের সঙ্গে প্রতারনা হাতেনাতে ধরে ফেলেছি।
আফ্রিদি বলেন, আমি মনে করে মিঁয়াদাদের মতো মাপের ক্রিকেটারের এ ধরনের কথা বলা উচিত নয়। এখানেই ইমরান খানের সঙ্গে মিঁয়াদাদের পার্থক্য।
তাঁর বিদায়ী ম্যাচের দাবি সম্পর্কে মিঁয়াদাদের মন্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে আফ্রিদি বললেন, মিঁয়াদাদ সবসময়ই অর্থলোলুপ।
জবাবে মিঁয়াদাদ বললেন, অর্থের জন্য পাকিস্তানকে বিক্রি করেছেন আফ্রিদি।
আফ্রিদি পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক মিঁয়াদাদকে ‘অর্থলোলুপ’ বলে তোপ দাগলেন।
পাকিস্তান ক্রিকেটের দুই তারকা জাভেদ মিঁয়াদাদ ও শাহিদ আফ্রিদির ঝগড়া কদর্য চেহারা নিল। দুজন উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়লেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -