ভারতের সার্জিক্যাল স্ট্রাইক সম্পর্কে শাহিদ আফ্রিদির প্রতিক্রিয়া
ভারতের এই অভিযান সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তানের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভারত ও পাকিস্তানের সম্পর্কে উত্তেজনা নতুন কথা নয়। কিন্তু বুধবার রাতের ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইকের পর সেই উত্তেজনা নয়া মাত্রা পেয়েছে। ভারত বলেছে, ভারতের বিভিন্ন স্থানে হামলা চালানোর জন্য অনুপ্রবেশ করতে জঙ্গিরা পাক অধিকৃত কাশ্মীরের বিভিন্ন ঘাঁটিতে জমায়েত হয়েছে বলে নির্দিষ্ট সূত্রে খবর পাওয়া যায়। এর পরই সেনা নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে সাতটি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেয়।এই ঘটনায় কমপক্ষে ৪০ জঙ্গি নিহত হয়েছে। সোশ্যাল মিডিয়াতেও ভারতীয় সেনার এই সার্জিক্যাল অপারেশন ঘিরে তীব্র আলোড়ন পড়েছে। ভারতীয়রা সেনাবাহিনীর প্রশংসায় পঞ্চমুখ। অন্যদিকে পাকিস্তানিরা এই ঘটনাকে গুরুত্ব না দেওয়ার চেষ্টা চালাচ্ছেন।
ট্যুইটার মারফ্ত আফ্রিদি তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন
আফ্রিদি আরও লিখেছেন, যখন দুই প্রতিবেশী একে অপরের বিরুদ্ধে লড়াই করে তখন উভয় পক্ষকেই খেসারত দিতে হয়।
আফ্রিদি লিখেছেন, পাকিস্তান শান্তিপ্রিয় দেশ। কেন চরম পদক্ষেপের কথা উঠছে, যেখানে আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করা যায়। পাকিস্তান সব দেশের সঙ্গেই বন্ধুত্বের সম্পর্ক চায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -