দেখুন! শাহরুখ ও সানি লিওনের টুইটারে কথাবার্তা!!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 11 Dec 2016 12:49 PM (IST)
1
জবাবে শাহরুখ ‘রইস’-কে আরও চোখধাঁধানো করে তোলার জন্য সানিকে ধন্যবাদ দিয়েছেন। তাঁকে সব সময় হাসার পরামর্শও দিয়েছেন তিনি।
2
আনন্দে টুইট করে সানি বলেছেন, এমন কিছু মানুষ আছেন, যাঁরা বিনোদন জগতে অন্যের জীবন বদলে দিতে পারেন, শাহরুখ তাঁদেরই একজন। শাহরুখ ও ছবির পরিচালক রাহুল ঢোলাকিয়াকে ধন্যবাদ দিয়েছেন তিনি।
3
বহুদিন ধরে শাহরুখের সঙ্গে কাজ করতে আগ্রহী সানি। এই ছবিতে তাঁর ইচ্ছে বাস্তবায়িত হয়েছে।
4
ছবিতে লায়লা ও লায়লা গানে নেচেছেন সানি লিওন।
5
শাহরুখ খানের আগামী ছবি ‘রইস’-এর ট্রেলার মুক্তি পেয়েছে।