মুম্বই বিমানবন্দরে মেয়ে সুহানার হাত ধরে দেখা গেল শাহরুখ খানকে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Sep 2018 11:16 AM (IST)
1
সব ছবি: মানব মঙ্গলানি
2
3
4
5
6
7
8
9
দেখুন তাঁদের আরও ছবি।
10
শাহরুখ ব্যস্ত তাঁর আগামী ছবি জিরো নিয়ে।
11
ইতিমধ্যেই ভোগ পত্রিকার জন্য ফটোশ্যুট করেছেন সুহানা।
12
তবে শাহরুখের ইচ্ছে, আগে পড়াশোনা শেষ করে তবেই অভিনয়।
13
সুহানার বয়স ১৮ বছর। শিগগিরই বলিউডে পা রাখতে পারেন তিনি।
14
মেয়ে সুহানার হাত ধরে ছিলেন বাবা।
15
মুম্বই বিমানবন্দরে দেখা গেল সকন্যা শাহরুখ খানকে।