করোনা নেগেটিভ হয়েছেন শাজা, দেখুন তাঁর কিছুদিন আগেকার কয়েকটি ছবি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Apr 2020 04:11 PM (IST)
1
মার্চের প্রথম সপ্তাহে শ্রীলঙ্কা থেকে ফেরেন শাজা।
2
পরীক্ষার রিপোর্ট করোনা পজিটিভ হওয়ায় তাঁকে ভর্তি হতে হয় হাসপাতালে
3
হাসপাতাল থেকে ছাড়া পেয়ে চিকিৎসক ও স্বাস্থযকর্মীদের ধন্যবাদ জানান তিনি।
4
ইনস্টাগ্রামে নিয়মিত ছবি পোস্ট করেন শাজা।
5
সব ছবি- শাজার ইনস্টাগ্রাম
6
সমুদ্রতটে শাজা।
7
সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাকটিভ শাজা।
8
করোনা নেগেটিভ শাজা। হাসপাতাল থেকে ছাড়া পেলেন বলিউডের নামী প্রযোজক করিম মোরানির কন্যা শাজা মোরানি। মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানেই ভর্তি রয়েছেন শাজার বাবা করিম মোরানিও।