এবার পর্ন তারকার ভূমিকায় রিচা চাডা, দেখুন তাঁর ফার্স্ট লুক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 29 Jul 2018 10:35 AM (IST)
1
শাকিলার একটি দৃশ্য। এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে রিচা জানান, ছবির শ্যুটিং শুরু হয়েছে।
2
3
শাকিলার জীবন পর্দায় তুলে ধরা কঠিন কাজ বলেও মন্তব্য করেছেন তিনি।
4
রিচা বলেছেন, এই ছবিতে অভিনয় তাঁর কাছে বড় চ্যালেঞ্জ। কিন্তু যেভাবে শাকিলার শৈশব থেকে নামী অভিনেত্রী হয়ে ওঠার গোটা পরিক্রমা এতে তুলে ধরা হচ্ছে তাতে তিনি খুশি।
5
ছবির পরিচালনায় আছেন ইন্দ্রজিৎ লঙ্কেশ।
6
সফট পর্ন অভিনেত্রী শাকিলার বায়োপিকে দেখা যাবে রিচা চাডাকে। ছবির নামও শাকিলা। রিচা শেয়ার করেছেন তাঁর ফার্স্ট লুক।