'লকডাউনের ডিপ্রেশনে মরেই যেতাম'! মুখ খুললেন ছোটপর্দার অভিনেত্রী শামা
শরীরচর্চা ও যোগাসন করে নিজের শরীর মনকে সুস্থ রাখার চেষ্টা করছেন তিনি।
তিনি আরও বলেছেন, এখন পরিস্থিতি বুঝতে হবে। সত্যিই খুব ভয়ের হয়ে দাঁড়াচ্ছে সবকিছু।
তাঁকে সঙ্গ দিচ্ছেন প্রমিক জেমসও।
সব ছবি- শামার ইনস্টাগ্রাম।
সবসময় খুশি থাকা শামা বর্তমানে মানসিক চাপে রয়েছেন। একথা নিজমুখে স্বীকার করেন তিনি।
তবে একা থাকতে হচ্ছে না শামাকে। সঙ্গ দিচ্ছেন তাঁর আমেরিকান প্রেমিক জেমস মিল্লিরন।
শামা বলেছেন, জেমস না থাকলে সত্যি এই কঠিন সময়ে একা থাকা তাঁর পক্ষে অসম্ভব হয়ে উঠত। এমনকি তিনি নাকি ডিপ্রেসনে মরেও যেতে পারতেন
শামা জানিয়েছেন, ব্যবসার কাজে দেশে বিদেশে ঘুরতে হয় জেমসকে। কিন্তু এই কঠিন সময়ে আপাতত তাঁর সঙ্গেই রয়েছেন জেমস। যদিও বিমানবন্দর বন্ধ থাকার ফলে ফিরতে সমস্যা হয়েছিল জেমসের।
একা থাকলে নিজের ও পরিবারের সঙ্গে সময় কাটাতেই পছন্দ করেন শামা। কিন্তু বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ আলাদা।
করোনা আতঙ্গে দেশ জুড়ে চলছে লকডাউন। ঘরবন্দি সাধারণ মানুষ থেকে তারকারা। ঘরবন্দি রয়েছেন ছোটপর্দার অন্যতম পরিচিত মুখ শামা সিকন্দর।