ট্রেনযাত্রীদের জন্য সুখবর, কমতে পারে শতাব্দীর ভাড়া
শতাব্দী এক্সপ্রেসের ভাড়া কমার খবরে যাত্রীরাও খুশি
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরেলমন্ত্রক সূত্রে আরও খবর, হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির শতাব্দী এক্সপ্রেস মালদা পর্যন্ত এবং মুম্বই থেকে আমদাবাদ রুটের শতাব্দী এক্সপ্রেস ভদোদরা পর্যন্ত চালানো হবে। পরীক্ষামূলকভাবে এই রুটে ট্রেন চালানোও হয়েছে
দেশজুড়ে ৪৫টি রুটে শতাব্দী এক্সপ্রেস চালানো হয়। শতাব্দীই দেশের দ্রুততম ট্রেন
দেশের অন্যতম সেরা ট্রেন শতাব্দীর যাত্রীভাড়া কমানো হতে পারে। রেলমন্ত্রক সূত্রে এমনই খবর
গত বছর শতাব্দী, রাজধানী, দুরন্তর মতো ট্রেনে ফ্লেক্সি ফেয়ার চালু করা হয়। এর ফলে চাহিদা বাড়লে টিকিটের দামও বেড়ে যায়। শতাব্দী এক্সপ্রেসের টিকিটের দাম কমানোর পাশাপাশি ফ্লেক্সি ফেয়ারও খতিয়ে দেখা হবে বলে রেলমন্ত্রক সূত্রে জানা গিয়েছে
রেলমন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, পাইলট প্রোজেক্টে শতাব্দীর ভাড়া কমিয়ে বাসের সমান করে দেওয়া হয়েছে
পাইলট প্রোজেক্টে চেন্নাই থেকে মাইসুরু ও দিল্লি থেকে আজমেঢ় রুটে শতাব্দীর ভাড়া কমানো হয়
ভাড়া কমানোর ফলে যাত্রীদের সংখ্যা ও আয় বাড়ছে দেখে রেলমন্ত্রকের আধিকারিকরা উৎসাহিত হয়ে উঠেছেন। তাঁরা এবার ২৫টি রুটে শতাব্দী এক্সপ্রেসের ভাড়া কমানোর সিদ্ধান্ত নিয়েছেন
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, রেলমন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, পাইলট প্রোজেক্ট হিসেবে দু’টি রুটে শতাব্দী এক্সপ্রেসের ভাড়া কমানো হয়। তাতে যাত্রীদের সংখ্যা ৬৩ শতাংশ বেড়েছে। রেলের আয়ও ১৭ শতাংশ বেড়েছে
আরও বেশি সংখ্যক যাত্রী যাতে শতাব্দী এক্সপ্রসে চড়তে পারেন, সেটার জন্যই ভাড়া কমানোর উদ্যোগ নিয়েছে রেলমন্ত্রক
- - - - - - - - - Advertisement - - - - - - - - -