ঘুম থেকে উঠেই বুঝলেন অন্তঃসত্ত্বা ,৪৫ মিনিটের মধ্যেই সন্তানের জন্ম দিলেন তরুণী
অন্তঃসত্ত্বা অবস্থায় কখনও কখনও অবাক করার মতো ঘটনা শোনা যায়। কিন্তু এবার একটি ঘটনা সামনে এল, যা চোখ কপালে তুলে দেওয়ার মতো। সব ছবি- Kennedy News and Media
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appইংল্যান্ডের এক ১৯ বছরের তরুণী ঘুমিয়ে ছিলেন। ঘুম থেকে উঠে বেবি বাম্প দেখতে পান । আর এর ৪৫ মিনিটের মধ্যে সন্তানের জন্ম দিলেন তিনি।
ইংল্যান্ডের বাসিন্দা এমালোইস ল্যাগেট রাতে ঘুমিয়ে ছিলেন। ঘুম ভেঙে আচমকাই গর্ভে সন্তান থাকার বিষয়টি জানতে পারলেন।
ল্যাগেট স্তম্ভিত হয়ে যান। তিনি পুরো ঘটনা তাঁর মাকে জানান। তাঁর মা-ও অবাক হয়ে যান। এরপর ল্যাগেটের ঠাকুমাকে তাঁরা বিষয়টি বলেন। ল্যাগেট যে অন্তঃসত্ত্বা, সে বিষয়ে নিশ্চিত হন তাঁর ঠাকুমা।
এরপর পরিবারের লোকজন ল্যাগেটকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। কিন্তু পথে গাড়ির মধ্যেই সন্তানের জন্ম দেন তিনি।
পুরো ঘটনা ঘটে যায় ৪৫ মিনিটের মধ্যে। এত তাড়াতাড়ি সবকিছু হল যে, ল্যাগেটের বিশ্বাসই হতে চায়নি।
কয়েকমাস ধরে ঋতুস্রাব হচ্ছিল না ল্যাগেটের। তখন ভেবেছিলেন যে, গর্ভনিরোধক পিলের কারণেই হয়ত তা হচ্ছে না।
আরও অবাক করার মেতা ঘটনা হল যে, ওই সময়ে তাঁর এমন কোনও লক্ষ্মণ দেখা যায়নি যে, যার থেকে নিজেকে অন্তঃসত্ত্বা বলে তিনি বুঝতে পারবেন। এজন্য কোনওরকম পরীক্ষাও করাননি তিনি।
চিকিত্সকরা জানিয়েছেন, ল্যাগেটের বেবি বাম্প দেখা না যাওয়ার কারণ হয়, তাঁর সন্তান লোয়ার ব্যাকে বড় হচ্ছিল। এমনটা খুবই সাধারণ বলে জানিয়েছেন তাঁরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -