গণেশপুজোয় গণপতিকে বাড়িতে স্বাগত জানালেন শিল্পা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 13 Sep 2018 08:20 AM (IST)
1
গণেশ চতুর্থী হল ভগবান গণেশের জন্মদিন। ১০ দিন ধরে চলে উৎসব। দশম দিন অর্থাৎ অনন্ত চতুর্দশীতে হয় বিসর্জন।
2
গোটা দেশে বিশেষত মহারাষ্ট্রে ধুমধাম করে পালিত হয় গণেশ উৎসব।
3
পুজোর পর শিল্পা ও রাজ ঘরে নিয়ে যান ঠাকুরকে।
4
যাবতীয় নিয়ম মেনে তিনি গণপতির আরাধনা করেন।
5
ছিলেন শিল্পার স্বামী রাজ কুন্দ্রা ও ছেলে ভিয়ান।
6
7
শুরু হয়ে গিয়েছে গণেশ চতুর্থীর উৎসব। বাড়িতে গণপতিকে স্বাগত জানালেন শিল্পা শেট্টি।