দেখুন, লাস ভেগাসে ক্যাসিনোয় বন্দুকবাজের হামলা, হতাহত বহু
মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে একটি কনসার্টে বন্দুকবাজের হামলা। নিহত অন্তত দু’জন এবং জখম বহু। হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করছে পুলিশ
ওই হোটেলের চারপাশ ঘিরে ফেলেছে পুলিশের বিশেষ দল। সাধারণ মানুষকে ওই অঞ্চল এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে
স্থানীয় হাসপাতালে অন্তত ২৬ জনকে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক
দেখুন এই হামলার ঘটনার আরও ছবি
পুলিশকর্মীরা ফ্রি-ওয়ে দিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছেন। বেশ কয়েকটি উড়ানও ঘুরিয়ে দেওয়া হয়েছে
বন্দুকবাজ স্বয়ংক্রিয় অস্ত্র থেকে গুলি চালিয়েছে বলেও জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গুলির শব্দ শুনতে পেয়েই তাঁরা মাটিতে শুয়ে পড়েন। অনেকেই ছুটে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করেন। বহু মানুষ গুলিতে জখম হয়েছেন
লাস ভেগাসের পুলিশ সূত্রে খবর, বন্দুকবাজকে খতম করা সম্ভব হয়েছে। তার সঙ্গে আর কেউ ছিল না বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে