সাইনা নেহওয়ালের বায়োপিকের কাজ শুরু করলেন শ্রদ্ধা, ট্রেনিং দিচ্ছেন ব্যাডমিন্টন প্লেয়ার স্বয়ং এবং কোচ গোপীচাঁদ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 09 Sep 2017 09:03 AM (IST)
1
শ্রদ্ধার ফ্যান ক্লাবও বহু ছবি শেয়ার করেছেন তাদের ইন্সটা পেজে
2
মেকআপহীন শ্রদ্ধার এই ছবিগুলো ইন্সটা পেজে শেয়ারের সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে গেছে।
3
একটি ছবিতে অফস্ক্রিন সাইনার সঙ্গে পোজ দিতে দেখা গিয়েছে অনস্ক্রিন সাইনাকে
4
একটি জায়গায় সাইনার থেকে ব্যাডমিন্টনের গোপন কিছু ট্রিকস শিখে নিচ্ছেন শ্রদ্ধা।
5
ট্রেনিং সেশনের ছবি শ্রদ্ধা নিজে তাঁর ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন।
6
ছবির শ্যুটিংয়ের জন্যে শ্রদ্ধার ট্রেনিং শুরু হয়ে গেল সাইনা এবং তাঁর কোচ পুল্লেলা গোপীচাঁদের তত্ত্বাবধানে
7
ছবির শ্যুটিংয়ের জন্যে শ্রদ্ধার ট্রেনিং শুরু হয়ে গেল সাইনা এবং তাঁর কোচ পুল্লেলা গোপীচাঁদের তত্ত্বাবধানে
8
ব্যাডমিন্টন প্লেয়ার সাইনা নেহওয়ালকে নিয়ে বায়োপিক তৈরি হচ্ছে বলিউডে। বায়োপিকে সাইনার চরিত্রে রয়েছেন শ্রদ্ধা কপূর। ছবি সৌজন্যে ওয়েব