সাইনা নেহওয়ালের বায়োপিকের কাজ শুরু করলেন শ্রদ্ধা, ট্রেনিং দিচ্ছেন ব্যাডমিন্টন প্লেয়ার স্বয়ং এবং কোচ গোপীচাঁদ
শ্রদ্ধার ফ্যান ক্লাবও বহু ছবি শেয়ার করেছেন তাদের ইন্সটা পেজে
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমেকআপহীন শ্রদ্ধার এই ছবিগুলো ইন্সটা পেজে শেয়ারের সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে গেছে।
একটি ছবিতে অফস্ক্রিন সাইনার সঙ্গে পোজ দিতে দেখা গিয়েছে অনস্ক্রিন সাইনাকে
একটি জায়গায় সাইনার থেকে ব্যাডমিন্টনের গোপন কিছু ট্রিকস শিখে নিচ্ছেন শ্রদ্ধা।
ট্রেনিং সেশনের ছবি শ্রদ্ধা নিজে তাঁর ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন।
ছবির শ্যুটিংয়ের জন্যে শ্রদ্ধার ট্রেনিং শুরু হয়ে গেল সাইনা এবং তাঁর কোচ পুল্লেলা গোপীচাঁদের তত্ত্বাবধানে
ছবির শ্যুটিংয়ের জন্যে শ্রদ্ধার ট্রেনিং শুরু হয়ে গেল সাইনা এবং তাঁর কোচ পুল্লেলা গোপীচাঁদের তত্ত্বাবধানে
ব্যাডমিন্টন প্লেয়ার সাইনা নেহওয়ালকে নিয়ে বায়োপিক তৈরি হচ্ছে বলিউডে। বায়োপিকে সাইনার চরিত্রে রয়েছেন শ্রদ্ধা কপূর। ছবি সৌজন্যে ওয়েব
- - - - - - - - - Advertisement - - - - - - - - -