শ্রদ্ধা কপূর শেয়ার করলেন সাহো শ্যুটিংয়ের সময় নিজের কিছু ছবি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Aug 2019 01:15 PM (IST)
1
সব ছবি: ইনস্টাগ্রাম
2
ছবির বাজেট প্রায় আড়াইশো কোটি। ৩০ তারিখ মুক্তি পাবে সাহো।
3
এতে তাঁকে দেখা যাবে ক্রাইম ব্রাঞ্চের এক অফিসারের ভূমিকায়।
4
ছবির কিছু ছবি শেয়ার করেছেন শ্রদ্ধা।
5
ফিল্মে অ্যাকশন করতে দেখা যাবে শ্রদ্ধাকে। রয়েছে গ্ল্যামারাস চরিত্রও।
6
শ্রদ্ধা কপূরকে শিগগিরই দেখা যাবে বাহুবলী তারকা প্রভাসের বিপরীতে, সাহো ছবিতে। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার।