একসঙ্গে লাঞ্চ সারলেন সিদ্ধার্থ মালহোত্র এবং আলিয়া ভট্ট
বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্র এবং অভিনেত্রী আলিয়া ভট্টের রিলেশনশিপ স্টেটাস হয়ত দেখলে বিভ্রান্তিকর মনে হতেই পারে। কিন্তু, বাস্তবে তা ঠিক উল্টো। যেমন গতকালই, সিদ্ধার্থ ও আলিয়া একসঙ্গে মুম্বই শহরের একটি রেস্তোরাঁয় যান মধ্যাহ্নভোজন সারতে। (ছবি - মানব মঙ্গলণী)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App(ছবি - মানব মঙ্গলণী)
সেখানে ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’ ছবির প্রচারে ব্যস্ত আলিয়া। (ছবি - মানব মঙ্গলণী)
অন্যদিকে, সিদ্ধার্থ ক্যাজুয়াল ড্রেস পরেছিলেন। সম্প্রতি নিজের পরবর্তী ছবি ‘রিলোড’-এর শ্যুটিং শেষ করেছেন সিদ্ধার্থ। (ছবি - মানব মঙ্গলণী)
বলিউড জোর জল্পনা, এই জুটিকে ‘আশিকী ৩’ ছবিতে একসঙ্গে দেখা যাবে। (ছবি - মানব মঙ্গলণী)
খাওয়া শেষে যখন দুজনে বেরিয়ে আসেন, তখনই ছবিগুলি তোলা সম্ভব হয়। (ছবি - মানব মঙ্গলণী)
আলিয়া কালো ড্রেস পরেছিলেন। তাঁর হাতে কালো ব্যাগ ছিল। (ছবি - মানব মঙ্গলণী)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -