পাগড়ির সাহায্যে ডুবন্ত কুকুরকে বাঁচালেন শিখ যুবক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 07 Jun 2016 12:06 AM (IST)
1
পাগড়ি পরারও অনেক নিয়ম আছে
2
শিখদের দ্বিতীয় গুরু অঙ্গদ দেব তাঁর উত্তরসূরি অমর দাসকে একটি বিশেষ পাগড়ি পরিয়ে সম্মানিত করেন
3
তিনি একটি কাপড়ের সাহায্যে নিজের ভারসাম্য বজায় রেখে কুকুরটির দিকে অন্য একটি কাপড় এগিয়ে দেন
4
ইউটিউবে এই ভিডিও আপলোড করেছে ক্যাটারস ক্লিপ। কোথায় এই ভিডিও তোলা হয়েছে সেটা অবশ্য জানা যায়নি
5
কুকুরটি ওই কাপড়ের সাহায্যেই জল থেকে উঠে আসে
6
ভিডিওতে দেখা গিয়েছে, কুকুরটি জলে ডুবে যাচ্ছিল। সেটা দেখতে পেয়ে তার সাহায্যে এগিয়ে আসেন ওই যুবক
7
শিখদের কাছে পাগড়ি অত্যন্ত পবিত্র ধর্মীয় বস্তু
8
গুরু নানকের সময় থেকেই চালু হয় পাগড়ি পরার নিয়ম
9
কিন্তু এই শিখ যুবক প্রমাণ করলেন, সবচেয়ে বড় ধর্মীয় আচার মানবিকতা
10
শিখ ধর্মের সব পুরুষেরই পাগড়ি পরা বাধ্যতামূলক