পাগড়ির সাহায্যে ডুবন্ত কুকুরকে বাঁচালেন শিখ যুবক
পাগড়ি পরারও অনেক নিয়ম আছে
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশিখদের দ্বিতীয় গুরু অঙ্গদ দেব তাঁর উত্তরসূরি অমর দাসকে একটি বিশেষ পাগড়ি পরিয়ে সম্মানিত করেন
তিনি একটি কাপড়ের সাহায্যে নিজের ভারসাম্য বজায় রেখে কুকুরটির দিকে অন্য একটি কাপড় এগিয়ে দেন
ইউটিউবে এই ভিডিও আপলোড করেছে ক্যাটারস ক্লিপ। কোথায় এই ভিডিও তোলা হয়েছে সেটা অবশ্য জানা যায়নি
কুকুরটি ওই কাপড়ের সাহায্যেই জল থেকে উঠে আসে
ভিডিওতে দেখা গিয়েছে, কুকুরটি জলে ডুবে যাচ্ছিল। সেটা দেখতে পেয়ে তার সাহায্যে এগিয়ে আসেন ওই যুবক
শিখদের কাছে পাগড়ি অত্যন্ত পবিত্র ধর্মীয় বস্তু
গুরু নানকের সময় থেকেই চালু হয় পাগড়ি পরার নিয়ম
কিন্তু এই শিখ যুবক প্রমাণ করলেন, সবচেয়ে বড় ধর্মীয় আচার মানবিকতা
শিখ ধর্মের সব পুরুষেরই পাগড়ি পরা বাধ্যতামূলক
- - - - - - - - - Advertisement - - - - - - - - -