কেরলের বন্যা পরিস্থিতি ভয়াবহ, মানলেন রাজনাথ
উদ্ধারকার্যে সেনার দশ কলাম, মাদ্রাজ রেজিমেন্টের একটি ইউনিটের পাশাপাশি নৌসেনা, বায়ুসেনা ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীদের মোতায়েন করা হয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএখনও পর্যন্ত বন্যায় ৩৭ জন বলি হয়েছেন বলে জানা গিয়েছে। ৬০ হাজার মানুষকে নিরাপদ স্থানে স্থানান্তরিত করা হয়েছে।
এদিকে, ক্ষণিক বিরতির পর ফের এদিন থেকে বৃষ্টি শুরু হয়েছে কেরলের বিভিন্ন জেলায়। ফলে, ব্যাহত হচ্ছে উদ্ধার ও ত্রাণ কার্য।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত কোঝিকোড়, ইড়ুক্কি, মলপ্পুরম, কান্নুর এবং ওয়েনাড় জেলা।
ত্রাণ শিবিরে বন্যা দুর্গতদের অভিযোগ-দাবিও এদিন শোনেন রাজনাথ। যাঁরা সবকিছু হারিয়েছেন, তাঁদের সমবেদনা জানান।
কেরলের বন্যা-পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ বলে মেনে নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। রবিবার আকাশপথে বন্যা-কবলিত দুই জেলার পরিস্থিতি পরিদর্শন করেন রাজনাথ।
এর আগে, মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন সহ রাজ্যের একাধিক শীর্ষ মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন রাজনাথ। সেখানে বন্যা পরিস্থিতি পর্যালোচনা করা হয়।
কেরল সরকারকে রাজনাথ আশ্বাস দেন, বন্যা মোকাবিলা করতে যাবতীয় সহায়তা দিতে তৈরি কেন্দ্র। এদিন, এরনাকুলাম জেলার একটি ত্রাণ শিবিরে এই কথা ঘোষণা করেন তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -