মুম্বই: যেন কয়েক আলোকবর্ষ আগেকার কথা। কান চলচ্চিত্র উৎসবে হাঁটছেন স্মিতা পাটিল। পাশে পরিচালক শ্যাম বেনেগাল, সহ অভিনেত্রী শাবানা আজমি। সেটা ১৯৭৬। নিশান্ত ছবি নিয়ে কানে গিয়েছেন তাঁরা।

সে যুগে কানের লাল কার্পেটে হাঁটার জন্য দামি থেকে দামিতর ডিজাইনার গাউন কেনার দরকার পড়ত না। সম্ভাব্য ওয়ার্ড্রোব, গয়নাগাটি নিয়ে মাথা খারাপ করে ফেলতেন না নায়িকারা। শাড়িতে আপাদমস্তক ঢেকে দিব্যি কানে হেঁটেছেন স্মিতা, শাবানারা, তাঁদের ফ্যাশন সেন্স ধিক্কৃত হয়নি।

ভিন্টেজ সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অকালপ্রয়াত স্মিতার ছেলে প্রতীক বব্বর। সঙ্গে নোট, মাম্মি বস ইন কান। মেনি মেনি লাইট ইয়ার্স এগো।


এ বছরের শুরুতে শাবানাও তাঁদের কান সফরের একটি ছবি পোস্ট করেন। লেখেন, তখন পোশাকের থেকে ছবি বেশি গুরুত্ব পেত।